বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বাবর আজম। শুধু খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও বাবর অনন্য, এমনটাই জানান দলটির সহ অধিনায়ক শাদাব খান। শাদাব খান জানান, বাবর আজম যে কোন সিদ্ধান্ত নেয়ার আগেই তার সাথে আলোচনা করে নেয়। তাছাড়া দলের কেউ ব্যর্থ হলেও তার উপর আস্থা রাখে বাবর, জানান শাদাব।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এই লেগ স্পিনার জানান, কেউ ব্যর্থ হলেই তাকে বাদ দেয়ার পক্ষে নন বাবর। বাবর চান জাতীয় দলের খেলোয়াড়দের ক্যারিয়ার লম্বা হউক।
শাদাব খান বলেন, 'জাতীয় দলের ক্রিকেটারদের বারবার সুযোগ দেয়ার পক্ষে বাবর। তিনি চান না দলে বারবার পরিবর্তন আসুক। কেউ ব্যর্থ হলেই তাকে বাদ দেয়ারও পক্ষে নন তিনি। একাদশ বাছাইয়েও তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি।'
পাকিস্তানের এই লেগস্পিনার আরও জানান, একাদশ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক তার সাথে কথা বলে। এমনকি মাঠের অনেক সিদ্ধান্তও আসে দুই জনের আলোচনার মধ্য দিয়ে।
তাছাড়া খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতেও বাবর কাজ করে উল্লেখ করে শাদাব খান বলেন, 'যে কোনো সিদ্ধান্ত নিতে বাবর আমার সঙ্গে পরামর্শ করে নেন। একাদশ বাছাই করার আগে এ নিয়ে বিস্তারিত আলোচনা করি আমরা। অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকি।'
শাদাব খান একই সাথে আরও বলেন, 'মাঠের পারফরম্যান্সে যারা ভালো করেন না, তাদের আত্মবিশ্বাস বাড়াতেও চেষ্টা করেন বাবর। আসলে তিনি চান, প্রতিটি খেলোয়াড়ের জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘ হোক।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]