ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ এএম, ৩১ মে ২০২১
ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

আইপিএলের ১৪তম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। স্থগিত হওয়া আসরে ভালো পারফর্মও করেছেন তিনি। আপাতত আইপিএল মাঠে না থাকলেও ফিজকে নিয়ে আগ্রহের কমতি নেই রাজস্থান রয়্যালসের।

মোস্তাফিজকে নিয়ে নতুন এক ভিডিও প্রকাশ করে রাজস্থান। নিজেদের ভেরিফাইড পেইজে ৬ মিনিটের সেই ভিডিওতে মোস্তাফিজ তুলে ধরেছেন রাজস্থান রয়্যালসের তার অভিজ্ঞতা। ফিজ জানান, রাজস্থানের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে বোলিং বিষয়ে পরামর্শ নিতেন, শিখতে চাইতেন ব্যাটারদের পরাস্ত করতে কিভাবে কাটার মারতে হয়।

রাজস্থান রয়্যালসে খেলা নিয়ে মোস্তাফিজ তুলে ধরে মোস্তাফিজ বলেন, ‘এখানে (রাজস্থান রয়্যালস) খেলতে আসছি, কিন্তু মনে হয়নি নতুন আসছি। সবাই আমাকে অনেক সাহায্য করেছে।’

আরও পড়ুন: ডিপিএলে সাকিব-তামিমরা কে কোন দলে

ম্যাচের আগে নিজেকে কিভাবে প্রস্তুত করেন মোস্তাফিজ। এমন প্রশ্নের জবাবে ফিজ বলেন, ‘খেলার বিরতির দিনগুলোতে আমি অনুশীলন করেছি। বোলিংয়ে আমার প্রধান পাওয়ার যেগুলো, সেগুলো নিয়ে কাজ করি। যেন ম্যাচে ঠিকভাবে দিতে পারি। আমি চেষ্টা করি যেন, ম্যাচে নামার আগে নিজের প্রস্তুতি নিয়ে হ্যাপি থাকতে পারি।’

আরও পড়ুন: দেখে নিন ডিপিএলের সময়সূচি

রাজস্থান রয়্যালসের দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও কথা বলেন ফিজ। তিনি মনে করেন, তরুণ ক্রিকেটারদের মাঝে শেখার আগ্রহ রয়েছে প্রবল। বাঁহাতি এ পেসার বলেন, ‘ওরা আমার কাছ থেকে শুনে নিত আমি কিভাবে কাটার মারি, কিভাবে ইয়র্কার মারি। ওরা আমার থেকে শুনে, আমি যেভাবে বলি ওরাও সেভাবে চেষ্টা করে ‘

আরও পড়ুন: মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান সাকিব

ভারত এবং বাংলাদেশে এমন অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে ভালো কিছু করতে চাচ্ছে। এ রকম তরুণ লড়াকু ক্রিকেটারদের জন্য ফিজের পরামর্শ, ‘প্রথমেই লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। সময় কাটানোর জন্য না খেলে, প্রফেশনাল খেলোয়াড় হতে হলে তাকে গোল সেট করতে হবে। নিয়ম মেনে কোচের অধীনে অনুশীলন করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুর্বলতা খুঁজে পেলেন পন্টিং

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুর্বলতা খুঁজে পেলেন পন্টিং

ওয়াসিম আকরামকে নিয়ে কোহলির মন্তব্য ভাইরাল

ওয়াসিম আকরামকে নিয়ে কোহলির মন্তব্য ভাইরাল

ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের

ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের

সিপিএলে সাকিবের এনওসি পাওয়ার ‘সম্ভাবনা নেই’

সিপিএলে সাকিবের এনওসি পাওয়ার ‘সম্ভাবনা নেই’