দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই উক্ত বিশ্বকাপকে নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। অনেকের মতেই, এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবীদার অস্ট্রেলিয়া। তবে, অস্ট্রেলিয়া দল নিয়ে ভিন্ন মন্তব্য সাবেক অজি ব্যাটার রিকি পন্টিংয়ের। তার মতে, দলের এক দুর্বলতা বিশ্বকাপে ভুগাবে দলকে।
বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং মনে করেন, দলের একজন ফিনিশার না থাকায় ম্যাচের শেষদিকে ভুগতে হবে অস্ট্রেলিয়াকে। পাশাপাশি হার্ড-হিটার উইকেট কিপার ব্যাটসম্যান না থাকাটাও দলের দুর্বলতা বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ওয়াসিম আকরামকে নিয়ে কোহলির মন্তব্য ভাইরাল
পন্টিং মনে করেন, তাঁরা যদি এমন এক জন ব্যাটসম্যানের খোঁজ পান, যে শেষের দিকে নেমে দ্রুত রান তুলতে পারবে এবং উইকেটকিপিংটাও করতে পারবে, তা হলে তা দলের জন্য বেশ সুবিধা হবে।
আরও পড়ুন: ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের
দলের ফিনিশারের প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, 'দলের ফিনিশারের অনুপস্থিতি আমাদের ভুগাবে। এটা এমন এক জায়গা যেখানে নেমে অল্প সময়ের মধ্যে দ্রুত রান তুলতে হবে।' তিনি আরও বলেন, 'ওই রকম জায়গায় ধোনি সব সময় ভালো করতো। তাছাড়া বর্তমানের হার্দিক আর কায়রন পোলার্ডও নিজ নিজ দেশ বা আইপিএলের হয়ে সফল।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]