পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হকের পর এবার সাবেক উইকেট কিপার কামরান আকমলও প্রশংসায় ভাসালেন চির প্রতিদ্বন্দ্বী ভারতকে। আকমল মনে করেন, ভারতের মূল খেলোয়াড়দের বাদ দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের নিয়েও যদি একাদশ করে সেটি অন্য অনেক দেশের চেয়ে শক্তিশালী হবে। একই সাথে তিনি বলেন, ভারতের 'সি' টিমের কাছেও শ্রীলঙ্কা হারবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ভারতের মূল দল থাকবে সেখানে। আবার একই সময়ে লংকানদের বিপক্ষেও সিরিজ রয়েছে ভারতে, যেখানে ভারত তাদের দ্বিতীয় সারির দল পাঠাবে। কামরান আকমল মনে করেন, ভারতের প্রচুর ব্যাকআপ ক্রিকেটার থাকায় তাদের 'সি' দলও অনেক শক্তিশালী।
আরও পড়ুন: ডিপিএলে সাকিব-তামিমরা কে কোন দলে
গ্রাসরুট ক্রিকেটে জোর দেয়াতেই ভারত এই অবস্থানে আসতে পেরেছে বলে মনে করেন আকমল। একই সাথে তিনি এর জন্য কৃতিত্ব দিতে চান সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।
আকমল বলেন, 'পুরো কৃতিত্বই ভারতের। তাদের দুইটি দল প্রায় একই সময়ে ভিন্ন দুইটি দেশে সিরিজ খেলবে। তাদের ক্রিকেট সংস্কৃতি এতোই শক্তিশালী যে তারা চাইলে একসাথে তাদের তিনটি দল মাঠে নামাতে পারে এবং যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এ সব সম্ভব হয়েছে কারণ তারা গ্রাসরুট ক্রিকেটে জোর দিয়েছে।'
আরও পড়ুন: দেখে নিন ডিপিএলের সময়সূচি
ভবিষ্যতে অধিনায়কত্ব নিয়েও ভারতকে বেগ পেতে হবে না বলে মনে করেন তিনি। আকমল বলেন, 'অধিনায়ক হিসেবে ধোনী এবং কোহলি দলকে এতদূর নিয়ে এসেছে। কোহলির বিরতিতে রোহিত শর্মাও সঠিকভাবে দায়িত্ব পালন করছে। যদি রোহিতও ইনজুরি হয় তাহলে কে এল রাহুল দলকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে।'
সবশেষে কামরান আকমল বলেন, 'ভারত যদি তাদের 'সি' টিমও পাঠায়, শ্রীলঙ্কা তাদের কাছে হারবে। ইতিমধ্যেই শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরে এসেছে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]