আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ মে ২০২১

আইসিসি সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জয়ের পাশাপাশি আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ অবস্থান আরও শক্ত করার জন্য বাংলাদেশের সামনে তৃতীয় ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিলো না। তবে শুক্রবার (২৮ মে) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে হোয়াটওয়াশ করার পাশাপাশি শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করা সম্ভব হয়নি। এদিনে বাংলাদেশ কোনো বিভাগেই নিজেদের সেরা ফর্ম দেখাতে পারেনি। এছাড়া সিনিয়র ক্রিকেটাদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাদের পারফর্মেন্সও ছিলো যাচ্ছেতাই।

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর অধিনায়ক তামিম জানিয়েছিলেন তৃতীয় ম্যাচে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। কিন্তু শুক্রবার (২৮ মে) তৃতীয় ওয়ানডেতে মাঠে তার ছিটে ফোটাও দেখা যায়নি। এ বিষয়ে তামিম বলেন,‘গত ম্যাচের পর এবং এ ম্যাচের শুরুতে আমি যেমনটা বলেছিলাম, আমরা সিরিজ জিতেছি কিন্তু একবারও নিখুঁত ম্যাচ খেলিনি। আমরা এই সিরিজে আমাদের সম্ভাবনার পুরোটা দিয়ে খেলতে পারিনি। সিরিজ জেতার পর আমি বলতে পারি যে আমাদের কাজ করার মতো কিছু জায়গা আছে।’

তৃতীয় ওয়ানডেতে একাদশের চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা, এর মধ্যে তিন জনের এ ম্যাচে অভিষেক হয়েছিলো। টসে জিতে ব্যাট করতে নেমে বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করে শ্রীলঙ্কা। এর ফলে শুরুতেই কিছুটা খেই হারিয়ে ফেলে বাংলাদেশের বোলার এবং ফিল্ডাররা। যার ফলস্বরুপ গুরুত্বপূর্ণ ক্যাচ ছাড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার আক্রমণাত্মক খেলা এবং ফিল্ডিং মিস হওয়ার বিষয়ে বাংলাদেশি কাপ্তান বলেন,‘ওরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এ ম্যাচে এসেছিল এবং আমরা তাদের সেটি করতে সাহায্য করেছি। আমরা বেশি শর্ট বল করেছি। আমরা আমাদের সুযোগগুলো নেইনি, গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ফেলেছি এবং আমাদের হয়তো ৩০ রান কম তাড়া করতে হতো।’

বাংলাদেশ কোনোভাবেই সিনিয়ির নির্ভরতা কাটিয়ে উঠতে পারছে না। প্রত্যেক ম্যাচ জয়ের পিছনেই কোনো না কোনো সিনিয়র ক্রিকেটাদের অবদান রয়েছে। শুক্রবারে ম্যাচে কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম করতে না পারায় ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সন্মেলনে অধিনায়ক বলেন,‘সিনিয়রদের ওপর ভরসা করাটা দুশ্চিন্তার, কিন্তু আমি সবসময়ই তরুণদের উপর ভরসা রাখি। আমি তাদের দিকে আঙুল তুলি না কারণ আমি জানি তারা কতটা পরিশ্রম করে। তারা পারফর্ম করলে আমরা দল হিসেবে আরও ভাল হবে কিন্তু এটা সমালোচনা করা সব সময়ই সহজ। আমি এমন কেউ নই যে নিজেদের খেলোয়াড়দের সমালোচনা করবে।’

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ব্যক্তিগতভাবে এ অর্জনের চেয়ে নেতা হিসেবে কিছু অর্জন করাকে বেশ এগিয়ে রাখেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ও দলের নেতা হিসেবে অনেক কিছু অর্জন করতে চাই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও অলআউট, ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

আবারও অলআউট, ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

তাসকিনের হাফ-সেঞ্চুরি

তাসকিনের হাফ-সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দিতে চায় ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দিতে চায় ইংল্যান্ড

১৫-০-৪, বল-ব্যাটে হতাশার এক সাকিব

১৫-০-৪, বল-ব্যাটে হতাশার এক সাকিব