ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৯ মে ২০২১
ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) মাঠে গড়াচ্ছে সোমবার (৩১ মে)। করোনাভাইরাসের কারণে এবারের ডিপিএল হবে জাতীয় দলের আদলে বায়ো-বাবলের মধ্যে। বায়ো-বাবল মেনে ডিপিএল সফলভাবে আয়োজন করতে পারলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ভাববে বিসিবি।

শুক্রবার (২৮ মে) ডিপিএলের নানা বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন। ক্রিকেটারদের কথা ভেবেই বায়ো-বাবলে জোর দেওয়া হচ্ছে বলেও  জানান তিনি।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজসহ ওয়াসিমের বাজিতে চার দল!

ডিপিএল সফলভাবে আয়োজন করতে পারলে বিপিএল আয়োজনের বিষয়ে বিসিবি ভাববে বলে জানান ইউনুস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই হবে। এখানে যদি ভালোভাবে বায়ো-বাবল করতে পারি তাহলে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব বিপিএলসহ বাকি খেলাগুলো চালাতে। ইতিমধ্যেই একটা টিম তৈরি হয়েছে, যারা জানে কিভাবে কী করতে হবে। আইসিসির প্রটোকল মেনেই আমরা সব করবো।’

কেউ বায়ো-বাবলের নিয়ম ভাঙলে শাস্তির মুখে পড়তে হবে কি-না -এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘শাস্তির ব্যাপারে আমি জানি না। তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বায়ো-বাবল থেকে কেউ বের হয়ে কোভিড নিয়ে আসলে বিপদ। এমন কেউ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য খুব সাবধানে থাকতে হবে।’

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দিতে চায় ইংল্যান্ড

আন্তর্জাতিক ক্রিকেটের মতো ডিপিএলের বায়ো-বাবলেও সকল ধরনের সতর্কতা মানা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘লিগ চলাকালেও খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে, পাশাপাশি কেউ কোভিড আক্রান্ত হলে সাথে সাথে তাকে আইসোলেশনে পাঠানো হবে।’

তিনি বলেন, 'খেলোয়াড়দের জন্য আমরা চারটি হোটেল বরাদ্ধ করেছি। আন্তর্জাতিক ক্রিকেটের মতো সব বিষয় রাখার চেষ্টা করবো। সকল স্টাফদেরও আমরা করোনা পরীক্ষা করাব, পাশাপাশি লিগ চলাকালেও ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে।'

আরও পড়ুন: সালমান বাটের দৃষ্টিতে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক যারা

তিনটি ভেন্যুতে ডিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে এবারের ডিপিএল সম্প্রচার হবে কিনা সেটি এখনও অনিশ্চিত। জালাল ইউনুস আশ্বাস দিলেন, সরাসরি টিভিতে সম্প্রচার করা না গেলেও অনলাইনে লাইভ স্ট্রিমিং করার চেস্টা রয়েছে তাদের।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে সবাই করোনা নেগেটিভ

ডিপিএলে সবাই করোনা নেগেটিভ

লঙ্কানদের খেলায় মনোযোগ দিতে বললেন সিলভা

লঙ্কানদের খেলায় মনোযোগ দিতে বললেন সিলভা

সেইন্ট কিটসের হয়ে সিপিএল মাতাবেন গেইল

সেইন্ট কিটসের হয়ে সিপিএল মাতাবেন গেইল

প্রোটোকল ভেঙেও সমস্যায় পড়ছে না নাসিম শাহ

প্রোটোকল ভেঙেও সমস্যায় পড়ছে না নাসিম শাহ