কোভিড প্রোটোকলের নিয়ম ভাঙার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া অংশ থেকে পেসার নাসিম শাহকে বহিষ্কার করা হয়েছিলো। তবে এবার এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আবুধাবিতে অনুষ্ঠিতব্য পিএসএলের বাকি অংশ খেলতে পারবেন কোয়েটা গ্লাডিয়েটরসের এ পেসার।
করোনা মহামারির মধ্যেই পিএসএলের ৬ষ্ঠ আসর আয়োজন করেছিলো পিসিবি। তবে বায়ো-বাবলে করোনার হানার কারণে মাঝ পথে পিএসএলের এবারের আসর স্থগিত করতে বাধ্য হয় পিসিবি। পিএসএলের ফ্রাঞ্চাইজি মালিকদের অনুরোধে স্থগিত হওয়া অংশ এখন আবুধাবীতে আয়োজন করছে।
আবুধাবিতে আগামী ৫ জুন থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। করাচি এবং লাহোর থেকে যেসব ক্রিকেটার পিএসএল খেলতে আবুধাবীতে যাবে তাদেরকে হোটেলে প্রবেশের ৪৮ ঘন্টা আগের জমা দিতে বলেছিলো পিসিবি। পেসার নাসিম শাহ করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিলেও তা ছিলো ১৮মে'র। ফলে সাথে সাথে তাকে আইসোলেশনে পাঠানো হয়।
আরও পড়ুন: প্রোটোকল না মানায় বাদ নাসিম শাহ
নাসিম শাহর এ নিয়মের কারণে পিসিবি একটি স্বাধীন মেডিকেল অ্যাডভাইজরি কমিটি গঠন করে। তাদের পরামর্শে নাসিম শাহকে পিএসএল খেলতে নিষেধাজ্ঞা দেয়। তবে সে ঘোষণার মাত্র তিন দিন পরেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো পিসিবি।
নাসিম শাহর পিএসএলে যোগ দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘কোয়েটা গ্লাডিয়েটরসের পেসার নাসিম শাহকে বায়ো-বাবলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’
কোয়েটা গ্লাডিয়েটরস নাসিম শাহকে পিএসএল থেকে বহিষ্কার করার তা নিয়ে কোনো ধরনের আপিল করেনি। এরপরেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো পিসিবি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]