আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ফিল্ডিং করা বাংলাদেশের একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। অন্যদিকে, হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেতে একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। যেখানে তিনজনের ঘটেছে ওয়ানডে অভিষেক।
প্রথম দুই ওয়ানডেতে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে থাকলেও তৃতীয় ম্যাচে টস জিতেছেন লঙ্কান কাপ্তান কুশল পেরেরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সর্বশেষ দুই ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পরও শুক্রবার (২৮ মে) দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ এবং নাঈম শেখ। তাদের পরিবর্তে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস এবং মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন সাইফউদ্দিন। পরে দ্বিতীয় ইনিংসে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ।
অপরদিক, শ্রীলঙ্কা দলেও এসেছে পরিবর্তন। তিনজন অভিষিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করতে শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা,ওয়ানিন্দু হাসারাঙ্গা , দুশমন্থ চামিরা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]