শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশের পথেই হাঁটলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ এএম, ২৯ মে ২০২১
শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশের পথেই হাঁটলো শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেত টস হেরেছে বাংলোদেশ। সিরিজের শেষ ম্যাচ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফররত শ্রীলঙ্কা। ফলে প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাট করলেও এবার টাইগারদের নামতে হচ্ছে ফিল্ডিংয়ে।

তিন ম্যাচের প্রথম দুটিতে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক কোন সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম জয়। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া।

সিরিজের শেষ ম্যাচে পূর্বে একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ এবং নাঈম শেখ। তাদের পরিবর্তে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার একাদশে তিনজনের অভিষেক ঘটেছে। তারা হলেন- রমেশ মেন্ডিস, বিনুরা ফার্নান্দো এবং চামিকা করুনারান্তে।

এদিকে, খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। মিরপুরের আকাশ কালো মেঘে চেয়ে গেলে ঠেকে রাখা হয় উইকেট। এছাড়া বাংলাদেশ আহবাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। 

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা,ওয়ানিন্দু হাসারাঙ্গর, দুশমন্থ চামিরা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে সবাই করোনা নেগেটিভ

ডিপিএলে সবাই করোনা নেগেটিভ

বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির শঙ্কাও

বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির শঙ্কাও

স্পিনে নাকাল ব্যাটাররা, হতাশ আর্থার

স্পিনে নাকাল ব্যাটাররা, হতাশ আর্থার

‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা হাসির বিষয় না’

‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা হাসির বিষয় না’