ক্যারিয়ার সেরা ফিটনেসে আছি : রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৮ মে ২০২১
ক্যারিয়ার সেরা ফিটনেসে আছি : রিয়াদ

মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। টপ অর্ডারের ব্যর্থতার দিনের বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসার নাম হয়ে উঠেন রিয়াদ। ইনিংসের শেষের দিকে কার্যকরী ব্যাটিং করে দলকে ভালো সংগ্রহ এনে দেন রিয়াদ। বর্তমানে ক্যারিয়ারের সেরা ফিটনেস নিয়ে খেলছেন বলে জানান মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও আগের দিন থেকে ম্যাচের প্রস্তুতি নিয়েও বেশ সফল হচ্ছেন তিনি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো শুরু এনে দিতে ব্যর্থ হলে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। রিয়াদ প্রথম দুই ওয়ানডেতে ৫৪ এবং ৪১ রানের দুই ইনিংস খেলেন।

ছয় নম্বরে ব্যাট করে নিজে বেশ সফল হচ্ছেন বলে মনে করেন মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার (২৭ মে) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়াদ জানান, দলের প্রয়োজন মিটাতে পারলেই তিনি খুশি।

বেশ কিছুদিন ধরে কাঁধের ইনজুরিতে ভুগছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর কারণে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে বল করতে দেখা যায় নাই তাকে।

এ সময়ে তার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে রিয়াদ বলেন, ‘আলহামদুলিল্লাহ! মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আমি আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে আমি কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি, রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম… ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি করা লাগে, মেনটেনেন্স কাজ করা লাগে। তো এই জিনিসগুলো আমি করার চেষ্ট করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভাল থাকে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলের প্রাথমিক পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ

ডিপিএলের প্রাথমিক পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ

সিপিএলে ফিরছেন সাকিব

সিপিএলে ফিরছেন সাকিব

ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

শেষ ওয়ানডের বাংলাদেশ স্কোয়াডে যোগ হলেন আরও একজন

শেষ ওয়ানডের বাংলাদেশ স্কোয়াডে যোগ হলেন আরও একজন