সালমান বাটের দৃষ্টিতে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক যারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৮ মে ২০২১
সালমান বাটের দৃষ্টিতে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক যারা

বর্তমান ক্রিকেট বিশ্বে চলছে ভারতীয়দের দাপট। ব্যাটে বলে দারুণ ক্রিকেট উপহার দিচ্ছে ভারত। অন্যদিকে, ভারতকে দারুণ নেতৃত্ব দিচ্ছে ভিরাট কোহলি। সময়ের পরিবর্তনে এক সময় অবসর নিবে কোহলি। তখনকার সময়ে ভারতকে নেতৃত্ব দিবে কে? পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট তার দৃষ্টিকোণ থেকে বেছে নিলেন দুই ক্রিকেটারকে। 

আরও পড়ুন: ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, কোহলির আরও ৭-৮ বছর ভারতকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখে। কোহলির পর বাট অধিনায়ক হিসেবে ব্যক্তিগতভাবে এগিয়ে রাখেন ঋষভ পান্থকে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তার অধিনায়কত্ব দেখে মুগ্ধ বাট। 

পান্থ এর ব্যাপারে বাট বলেন, 'সে অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। ঘরোয়া ক্রিকেটে ও কেমন খেলেছে সেটা সম্বন্ধে আমি খুব ভাল জানি না। তবে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে যখন ওকে বেছে নেওয়া হয়েছে তার মানে তাকে নিয়ে ক্রিকেট বোর্ড এরও ভালো পরিকল্পনা রয়েছে।' 

আরও পড়ুন: ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

ঋষভ পান্থ এর পর সালমান বাটের দৃষ্টিতে ভারতকে অধিনায়কত্ব করার যোগ্যতা রয়েছে আরেক তরুণ ক্রিকেটার অজিঙ্কা রাহানেরও। দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্তটি নেয়ার দারুণ ক্ষমতা রয়েছে তার ভেতর। ভবিষ্যতে ভারতকে সে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস বাটের। 

রাহানের ব্যাপারে বাট বলেন,'অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে যে ভাবে জিতিয়েছে, ওকেও অধিনায়ক করা যেতে পারে। অস্ট্রেলিয়ায় দারুণ কাজ করেছে সে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণ দক্ষ সে।' 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে ফিরছেন সাকিব

সিপিএলে ফিরছেন সাকিব

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ