ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ২৮ মে ২০২১
ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

গত বছর স্থগিত হওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়া ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে ৩১ মে। সে বছর এক রাউন্ড খেলার পরই করোনা ভাইরাইসের কারণে স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। এক বছর পর এবার ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াচ্ছে এই লিগ। জৈব সুরক্ষা বলয় মেনে চলবে এই লিগ। ইতিমধ্যেই দলগুলো শুরু করে দিয়েছে নিজেদের প্রস্তুতি।

লিগকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মে) থেকে শুরু হয়েছে খেলোয়াড়দের করোনা পরীক্ষা। শুক্রবারও (২৮ মে) দ্বিতীয় দফায় টেস্ট করানো হবে ক্রিকেটারদের। একমাত্র করোনা নেগেটিভ খেলোয়াড়েরাই লিগে অংশ নিতে পারবে বলে জানান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন। জৈব সুরক্ষা বলয় থাকবে বিধায় খেলোয়াড়দের রাখা হবে ঢাকার পাঁচ ফাইভ স্টার হোটেলে।

তবে ফরম্যাট বদলে যাওয়ায় ক্লাবগুলোর অনুরোধে ক্রিকেটারদের পারিশ্রমিক কমানো হচ্ছে। ১০ লাখ টাকার বেশি পাচ্ছেন এমন ক্রিকেটারদের ২০ ভাগ পারিশ্রমিক কমে যাচ্ছে। ১০ লাখের কম যাদের পারিশ্রমিক, তাদের পারিশ্রমিক কর্তন হচ্ছে না।

আলী হোসেন জানান, মূলত ক্লাবগুলোর অনুরোধেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিরপুর স্টেডিয়াম ও বিকেএসপি মাঠে প্রতিদিন সব মিলিয়ে ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে এই লিগ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে ফিরছেন সাকিব

সিপিএলে ফিরছেন সাকিব

ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ