ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ এএম, ২৮ মে ২০২১
ভালো খেলেও সুযোগ না পাওয়ার কারণ জানালো প্যাটেল

২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক ঘটে। ওডিআই ফরম্যাটে অভিষেক হওয়া অক্ষর প্যাটেল পরের বছর সুযোগ পেয়ে যান টি-টোয়েন্টি দলেও। তবে টেস্ট দলে সুযোগ পেতে অপেক্ষা করতে হয় ৫ বছরেরও অধিক সময়। প্যাটেল জানান, রবীন্দ্র জাদেজার কারণেই সুযোগ মিলছিল না তার।

২৭ বছরের বাঁহাতি এই স্পিনার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেন। ৩টি টেস্টে তাঁর সংগ্রহ ২৭টি উইকেট। ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার। এত ভালো পারফরম্যান্সের পরও জাদেজা এবং অশ্বীনের কারণেই তিনি টেস্ট দলে সুযোগ মিলছিল না বলে মনে করেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: ক্রিকেট দলের প্রশংসায় বাফুফে 

তিনি বলেন, 'আমার চেস্টার কোন কমতি ছিল না। ইনজুরির কারণে ওয়ানডে দলের জায়গা হারিয়ে ফেলি। টেস্টে জাদেজা এবং অশ্বীন দারুণ বোলিং করছে। জাদেজার মত বোলার থাকতে দলে সুযোগ পাওয়া আসলেই কঠিন। সেজন্যই দলে জায়গা করে নিতে পারেনি।'

অক্ষর বলেন, দলে তাঁর কাছের বন্ধু ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস দলে পন্থের নেতৃত্বেই খেলেন অক্ষর। তিনি বলেন, 'পন্থের সঙ্গে আমার দারুণ বোঝাপড়া। ২ জন একই দলে খেলি। আমার খুব কাছের বন্ধুদের মধ্যে ও একজন। উইকেটের পিছন থেকেও মজা করতে থাকে। ৫ দিনের ক্রিকেটে অনেক সময় কঠিন হয়ে যায় সময় পার করা। পন্থ সেই আবহাওয়া থেকে বার করে আনে মজার মজার কথা বলে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

আশঙ্কামুক্ত সাইফউদ্দিন

আশঙ্কামুক্ত সাইফউদ্দিন