আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা তৈরি হয়েছে নতুন কোনো পারফর্মার না আসা। অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা করে এগিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট। দীর্ঘদিন জাতীয় দলের খেলার পরও নিয়মিত পারফর্মার হতে পারছেন না ক্রিকেটাররা। সিনিয়র ক্রিকেটারদের থেকে দ্রুত শিখতে হবে বলে জানিয়েছেন মিরাজ।
বাংলাদেশ দলের যেকোনো ফরম্যাটেই নিয়মিত পারফর্মার হলেন সিনিয়র ক্রিকেটাররা। কোনোভাবেই সিনিয়র নির্ভরতা কমাতে পারছে না দল। এ বিষয়ে মিরাজ বলেন,‘সিনিয়রদের থেকে আমরা জুনিয়ররা যত দ্রুত শিখতে পারব আমরা তত ভালো ক্রিকেটার হতে পারব।’
লিটন, সৌম্য, শান্তর মত প্রতিভাবান ক্রিকেটাররা নিয়মিত দলে সুযোগ পেলেও পারফর্ম করতে পারছেন না। বিশ্বের অন্য দেশের মত নিজেদের ড্রেসিংরুমেও বিশ্বমানের সিনিয়র ক্রিকেটার থাকার পরও ব্যর্থ তারা। শুধু এরা নয়, প্রায় সব জুনিয়র ক্রিকেটারই ব্যর্থ হচ্ছেন নিয়মিত।
আরও পড়ুন- কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ
জুনিয়র ক্রিকেটারদের ড্রেসিংরুমের সিনিয়র ক্রিকেটারদের থেকে শিখতে হবে বলে জানান মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘একটা সময় কিন্তু বিশ্ব সেরা খেলোয়াড়দের আইডল ভাবতাম। কিন্তু এখন এমন মানের খেলোয়াড় আমাদের চোখের সামনেই আছে। তাদের কাছ থেকে দেখে আমরা শিখছি। মুশি ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই উনাদের দেখেই আমরা শিখতে পারি। টেস্ট ক্রিকেটেও সফল আমাদের মমিনুল ভাই।’
জুনিয়র ক্রিকেটাররা অতি দ্রুতই জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাদের কাছ থেকে শিখুক এবং পারফর্ম করুক এটাই আশা বাংলাদেশের হাজারো ক্রিকেট সমর্থকের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]