আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ব্যাপক উন্নতি হয়েছে বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। তিন ধাপ এগিয়ে বর্তমানে মিরাজের অবস্থান দুই নম্বরে। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে এতটা উপরে উঠবেন তা কখনও ভাবেননি মিরাজ।
ওয়ানডে ক্রিকেটের থেকে টেস্ট ক্রিকেটে বেশি সফল মিরাজ। ক্যারিয়ারের শুরু দিকে টেস্ট দলে যতটা দ্রুত নিজের অবস্থান পাকা করে নিয়েছেন ওয়ানডের ক্রিকেটের ততটাই বেশি সময় নিয়েছেন মিরাজ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক বার্তায় মিরাজ বলেন, ‘ হ্যা, আলহামদুলিল্লাহ, দুই নম্বরে আসতে পেরে আমি খুশি। আমি কখনো ভাবি নাই দুই নম্বরে আসতে পারব। আমার খুব ভালো লাগছে।’
ওয়ানডে ক্যারিয়ারে শুরু দিকে নিজের জায়গা পাকা করার জন্য অনেক সময় নিলেও এখন নিয়মিত সদস্য হয়েছেন মিরাজ। শুরুতে উইকেট না নিয়ে প্রতিপক্ষ দলের রান চেপে ধরার কাজে মনযোগী থাকায় খুব বেশি উইকেট নিতে পারেননি তিনি। এ বিষয়ে মিরাজ বলেন, ‘ আমি যখন ওডিআই শুরু করি তখন আমার চিন্তাই ছিল কিভাবে দলের হয়ে ভূমিকা রাখতে পারি । ওডিআই ক্রিকেট খেলতে হলে আমাকে ভালো ইকোনমি ধরে রাখতে হবে। ইকোনমি ধরে রাখতে পারলে আমার দলে টিকে থাকার সুযোগ বেশি থাকবে। টিমের গেইম প্ল্যানিং অনুযায়ী খেলতে পারলে আমার নিজের জন্য এবং টিমের জন্যও ভালো হবে ।’
বর্তমানে প্রতিপক্ষকে চেপে ধরার পাশাপাশি নিয়মিতভাবে উইকেট নিয়ে সাফল্য এনে দিচ্ছেন মিরাজ। আর এর প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাঁচে উঠেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]