শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের স্কোয়াড থেকে কেউ বাদ পড়েননি। দলে যুক্ত হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখ।
বুধবার (২৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক বিবৃতিতে নাঈম শেখের অন্তর্ভূক্ত হওয়ার বিষয়টা নিশ্চিত করেছে। নাঈম শেখকে অন্তর্ভুক্ত করার ফলে বর্তমানে বাংলাদেশ স্কোয়াডের সদস্য সংখ্যা দাড়ালো ১৬ জনে।
প্রথম দুই ওয়ানডেতে বলার মত কোনো পারফর্ম না করা লিটন দাস আছেন স্কোয়াডে। এছাড়াও স্কোয়াডে আছেন প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনকেও রেখেছেন নির্বাচকরা।
এদিকে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজের তৃতীয় ওয়ানডে সিরিজে শুধুমাত্র আনুষ্ঠানিকতার ম্যাচ হয়ে দাড়িয়েছে। সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সর্বোচ্চটা দিয়েই খেলবে বাংলাদেশ। এ ম্যাচ জিততে পারলে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেরদের অবস্থান শক্ত করবে টাইগাররা।
রোববার (২৩ মে) প্রথম ওয়ানডেতে ৩৩ রান এবং মঙ্গলবার (২৫ মেও) দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০৩ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। দুই ওয়ানডেতে জয় পেলেও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি বলে জানান কাপ্তান তামিম। তৃতীয় ওয়ানডেতে নিজেদের সেরা ক্রিকেট খেলতেই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]