পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে অংশ নিতে বৃহস্পতিবার (২৭ মে) পাকিস্তান থেকে বিশেষ বিমানে খেলোয়াড়েরা রওয়ানা দিবেন আবুধাবির উদ্দেশ্যে। শেষ মুহূর্তে এসে সেই বিমানে চড়া হচ্ছে না কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর পাকিস্তানী খেলোয়াড় আনোয়ার আলির।
করোনা পজিটিভ হওয়ায় আপাতত তাকে নিজ দেশেই থাকতে হবে। পাকিস্তানে টিম হোটেলে উঠার পূর্বে করোনা টেস্টে আনোয়ার আলি নেগেটিভ থাকলেও সোমবার দ্বিতীয়বারের মত আবারও করোনা পরীক্ষা করা হয় খেলোয়াড়দের। সেই দ্বিতীয় করোনা টেস্টের ফলাফলেই পজিটিভ আসে আনোয়ার আলির।
করোনা পজিটিভ হওয়ার সাথে সাথেই তাকে আইসেলোশনে রাখা হয়। সেখানে ১০ দিনের কোয়ারেন্টাইনে থেকে করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই কেবল ছাড় পাবেন এই ফাস্ট বোলার।
আনোয়ার আলিকে হারিয়ে বিপাকেই পড়তে হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। কারণ ইতিমধ্যেই করোনা প্রটোকল ভাঙ্গায় দল থেকে বাদ পড়েছে নাসিম শাহ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]