সিরিজের দ্বিতীয় ম্যাচে সফররত শ্রীলঙ্কাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজের একটি ওয়ানডে বাকি থাকতেই সিরিজ খোয়াল শ্রীলঙ্কা। দলের এমন পরাজয়ে দারুণ হতাশ দলটির অধিনায়ক কুশাল পেরেরা। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াবে শ্রীলঙ্কা, এমনটাই আশা তার।
সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর পেরেরা জানান, দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা কম থাকায় ম্যাচ হারতে হচ্ছে। ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি।
কুশাল পেরেরা বলেন, 'পরাজিত দলের সদস্য হওয়া সবসময়ই হতাশ জনক। দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব আমাদের অনেক ভুগিয়েছে। দুই ম্যাচেই আমাদের মিডল অর্ডার ভালো করতে পারেনি। দলের ব্যাটসম্যানদের সাথে বসে এ নিয়ে কথা বলতে হবে।'
দলের এমতাবস্থায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দেন পেরেরা। দলের খেলোয়াড়দের ভয়কে দূর করে নিজেদের সেরাটা দেয়ারও আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে পেরেরা বলেন, 'খেলোয়াড়দের নিজেদের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। নিজেদের উপর বিশ্বাস রেখে ভয়ডরহীন ক্রিকেট তাদের খেলতে হবে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]