চলতি সিরিজেই ফর্মে ফিরবেন সাকিব : আশা আকরাম খানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ মে ২০২১
চলতি সিরিজেই ফর্মে ফিরবেন সাকিব : আশা আকরাম খানের

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ রাজকীয়ভাবে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। তবে, চলমান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজেছেন সাকিব। খুব দ্রুতই সাকিব তার নিজের সেরা ফর্মে ফিরবেন বলে বিশ্বাস করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালক আকরাম খান।

চলতি শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ১৫ রান করার পাশাপাশি বল হাতে এক উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। সাকিব তার নিজের খারাপ সময় কাটিয়ে দ্রুতই ফর্মে ফিরে আসবেন বলে জানান আকরাম খান। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী সে ফর্মে ফিরে আসবে। সে যখন দলে থাকে দল তখন ভালো পারফর্ম করে। আমার বিশ্বাস এ সিরিজেই সে ফর্মে ফিরবে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কায় খেলেননি সাকিব। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চলাকালীন সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছিলেন সাকিব। তবে, সেখানে তিন ম্যাচে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তিনি।

আইপিএল থেকে দেশে ফেরার সময় প্রায় ১৫ দিন কোয়রেন্টাইনে ছিলেন সাকিব। এ কারণে সাকিব নিজের প্যারফর্মেন্স করতে পারছেন না বলে মনে করেন আকরাম খান। এ বিষয়ে তিনি বলেন, ‘আইপিএলে গিয়েছিল, কিন্তু সেখানে পর্যাপ্ত সুযোগ পায়নি। এখানে এসেও কোয়ারেন্টাইনে ছিল। আমার মনে হয়, ওকে কিছু সময় দিলে ও ভালো পারফর্ম করতে পারবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ ম্যাচ পর সাকিবের ‘ডাক’

১৮ ম্যাচ পর সাকিবের ‘ডাক’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে টেস্ট কমিয়ে বাড়ানো হলো টি-টোয়েন্টি

জিম্বাবুয়ে সফরে টেস্ট কমিয়ে বাড়ানো হলো টি-টোয়েন্টি

ইনজুরিতে সাইফউদ্দিন, মাঠে তাসকিন

ইনজুরিতে সাইফউদ্দিন, মাঠে তাসকিন