ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নীতিবান খেলোয়াড় হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়কে ঠকিয়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতিষ্ঠান। এমনটাই অভিযোগ সাবেক এই অধিনায়কের।
পুলিশের কাছে ‘দ্য ওয়াল’ খেতাব পাওয়া দ্রাবিড় অভিযোগ করেছেন, বাঙ্গালোরের এক সংস্থা তার চার কোটি টাকা মেরে দিয়েছে। অভিযোগে তিনি জানিয়েছেন, বিক্রম ইনভেস্টমেন্ট নামে এক সংস্থায় লাভের আশায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু লাভ তো দূরের কথা, মূলধনেরই পুরোটা ফেরত পাননি তিনি। ১৬ কোটি দিয়ে বাকি টাকাটা মেরে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে আরও আরও ৮০০ বিনিয়োগকারীর টাকা মেরে দেয়ার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। সেই সব অভিযোগের প্রেক্ষিতে অবশেষে বিক্রম ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর রাঘবেন্দ্র শ্রীনাথকে গ্রেফতার করেছে পুলিশ।
সংস্থটি বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করতো বলে জানতে পেরেছে পুলিশ।