সাকিব শূন্য, শুরুতেই দুই উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ এএম, ২৬ মে ২০২১
সাকিব শূন্য, শুরুতেই দুই উইকেট নেই বাংলাদেশের

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন অভিজ্ঞ তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।

প্রথম ওভারে লঙ্কান বাঁহাতি পেসারের ওভার তিন চার মেরে ভালো শুরুর আভাস দেন কাপ্তান তামিম। তবে সে ঝড় ধরে রাখতে পারেননি তিনি। মাত্র ছয় বল স্থায়ী হয়েছিলো তার ইনিংস। ছয় বলে ১৩ রানের শেষ হয় তামিমের ইনিংস।

বিশ্বকাপের পর আবারও তিন নম্বর পজিশনের ফেরা সাকিব আল হাসান প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ। মঙ্গলবার (২৩ মে) দ্বিতীয় ওয়ানডেতে মাত্র তিন বল স্থায়ী হয়েছে সাকিবের ইনিংস।

বাংলাদেশের ইনিংসের প্রথম ওভারে দুই অতিরিক্ত রান এবং তিনটি চারের মারে স্কোর বোর্ডে ১৫ রান যোগ করেন কাপ্তান তামিম। তবে দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে লঙ্কান পেসার দুশমন্থ চামিরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। এর তিন বল পড়েই আবারও একই ভুল করে বসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

তিন বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হন সাকিব। এর ফলে ১৫ রানেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬.৪ ওভারে ২৭ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুই পরিবর্তন

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুই পরিবর্তন

প্রোটোকল না মানায় বাদ নাসিম শাহ

প্রোটোকল না মানায় বাদ নাসিম শাহ

পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রতিপক্ষ হতে পারে ‘ইয়াস’

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রতিপক্ষ হতে পারে ‘ইয়াস’