১০ বছর আগের আইপিএলের পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি হগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ এএম, ২৬ মে ২০২১
১০ বছর আগের আইপিএলের পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি হগ

বর্তমান ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইপিএল। ব্যাপক অর্থ থাকায় অনেকেই জাতীয় দলের খেলা রেখে আইপিএলে খেলাকেই বেছে নেন। এবার সেই আইপিএলের বিরুদ্ধেই টাকা না পাওয়ার অভিযোগ তুললো এক অজি ক্রিকেটার। 

অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ব্র্যাড হগ আইপিএলের নিয়মিত মুখই বলা চলে। রাজস্থান রয়্যালস, কেকেআরের পাশাপাশি খেলেছেন  কোচি টাসকার্সের হয়েও। 

ব্র্যাড হগ এখনও আইপিএলের টাকা পান বলে দাবি করলেন নিজেই। তাও ১০ বছর আগের সেই টাকা এখনও বিসিসিআই পরিশোধ করেনি বলে অভিযোগ করেন তিনি। 

২০১১ সালে কোচি টাসকার্সের হয়ে আইপিএল খেলেন হগ। সেই আসরের আরও ৩৫ শতাংশ টাকা এখনও পান বলে দাবি করেন হগ। 

নিজের ব্যক্তিগত টুইটার একাউন্টে হগ এ ব্যাপারে লিখেন, '২০১১ সালে কোচি টাসকার্সের হয়ে খেলার পর বাকি থাকা ৩৫ শতাংশ অর্থ কি বিসিসিআই পরিশোধ করবে?' 

২০১১ সালে কোচি টাসকার্সের হয়ে ১৪টি ম্যাচে খেলে ৩৫.৬৩ গড়ে ২৮৫ রান করেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

পাঁচ ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

পাঁচ ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

সেই মরুর দেশেই ফিরছে ভারত

সেই মরুর দেশেই ফিরছে ভারত

শহীদ আফ্রিদির বিদায়ে কপাল খুললো আরেক আফ্রিদির

শহীদ আফ্রিদির বিদায়ে কপাল খুললো আরেক আফ্রিদির