শহীদ আফ্রিদির বিদায়ে কপাল খুললো আরেক আফ্রিদির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ২৫ মে ২০২১
শহীদ আফ্রিদির বিদায়ে কপাল খুললো আরেক আফ্রিদির

টি-টোয়েন্টি ফরম্যাটে জনপ্রিয় ক্রিকেট তারকা শহীদ খান আফ্রিদি। বয়স ৪১ হলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ গুলোতে এখনও বেশ চাহিদা রয়েছে তার। নিজ দেশের পিএসএল থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি লিগ মাতানো আফ্রিদি ছিটকে গেলেন আসন্ন পিএসএল থেকে। 

মুলতান সুলতানের হয়ে এবার মাঠ মাতানোর কথা ছিল বুম বুম আফ্রিদির। পিএসএলে খেলার জন্য নিজেকে সেভাবে প্রস্তুতও করছিলেন তিনি। তবে অনুশীলনের সময় পিঠের নিচের অংশে ব্যাথা অনুভব করায় পিএসএলে আর খেলা হচ্ছে না তার। 

পিএসএলে আফ্রিদি না খেলার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা। ইতিমধ্যেই ডাক্তাররা তাকে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। 

নিজের ইনজুরি নিয়ে মুলতান সুলতানের আফ্রিদি বলেন, 'আমি খুবই হতাশ যে আমাকে টুর্নামেন্ট এর বাকি সময় বসে থাকতে হবে। তবে দলের জন্য শুভ কামনা রইল। আশা করি শিরোপা জয় লাভ করে মুলতান।' 

এদিকে, আফ্রিদির পরিবর্তে আরেক আফ্রিদিকেই দলে ভিড়িয়েছে মুলতান। ৩৪ বছর বয়সী আসিফ আফ্রিদিকে নতুন করে দলে অন্তর্ভুক্ত করেছে দলটি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

সেই মরুর দেশেই ফিরছে ভারত

সেই মরুর দেশেই ফিরছে ভারত

বাংলাদেশের সামনে নতুন ইতিহাসের হাতছানি

বাংলাদেশের সামনে নতুন ইতিহাসের হাতছানি

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা