৩ মাসের মাথায় বাবা হচ্ছেন কোহলি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ১৯ মার্চ ২০১৮
৩ মাসের মাথায় বাবা হচ্ছেন কোহলি!

গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সবেমাত্র ৩ মাস পেরিয়েছে। এরই মাঝে বাবা হতে চলেছেন বিরাট কোহলি! আর মা হতে চলেছেন আনুশকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন খবর রীতিমতো ঝড় তুলেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, জল্পনার শুরুটা করেছেন অবশ্য বিরাটই। কয়েকদিন আগে তিনি টুইট করেন, এখন নানা জিনিস ঘটছে।

শিগগিরই নতুন খবর দিতে চলেছি! ব্যস, তারপরেই টুইটারে শুরু হয়ে যায় হট্টগোল। সঙ্গে সঙ্গে বইয়ে যায় শুভেচ্ছার বন্যা। তবে ভক্তদের এমন টুইট বন্যার পরও নতুন খবর কি সেটা স্পষ্ট করেননি বিরাট।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শামির সঙ্গে সমঝোতায় রাজি নয় হাসিন

শামির সঙ্গে সমঝোতায় রাজি নয় হাসিন

পুলিশের হাতে শামি-হাসিনের গোপন রেকর্ড

পুলিশের হাতে শামি-হাসিনের গোপন রেকর্ড

মেয়ের জন্য স্ত্রীর সঙ্গেই থাকবে শামি

মেয়ের জন্য স্ত্রীর সঙ্গেই থাকবে শামি

সামির বিরুদ্ধে স্ত্রীর ৫টি ধারায় মামলা

সামির বিরুদ্ধে স্ত্রীর ৫টি ধারায় মামলা