আইপিএলের পক্ষে-বিপক্ষে কথা বললেন টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ২৫ মে ২০২১
আইপিএলের পক্ষে-বিপক্ষে কথা বললেন টেইলর

বর্তমান ক্রিকেট দুনিয়ায় ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ গুলো। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোর মাঝে সবদিক থেকে এগিয়ে আইপিএল। অর্থ কিংবা জৌলুস কোনদিক থেকেই পিছিয়ে নেই এই আইপিএল। ভারতের এই আইপিএল নিয়ে এবার কথা বললেন কিউই অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর। 

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি এবং  শনাক্তের হার আশংকাজনক হারে বৃদ্ধি পেতে থাকায় এ বছর মাঝ পথেই বন্ধ করে দেয়া হয় আইপিএল। গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ করোনার জন্য আয়োজন না করলেও, বিসিসিআই ঠিকই সফলভাবে আয়োজন করেছিল আইপিএল। 

আইপিএলকে ক্রিকেটের সবচেয়ে হাই প্রোফাইল টুর্নামেন্ট আখ্যায়িত করে কিউই এই ক্রিকেটার বলেন, ;এই মুহূর্তে আইপিএল সবচেয়ে হাই প্রোফাইল টুর্নামেন্ট। ক্রিকেট খেলুড়ে অনেক দেশই রয়েছে যারা নিজেদের সূচি পরিবর্তন করে ফেলে এই আইপিএলের জন্য, কারণ তাদের দেশের খেলোয়াড়েরা আইপিএলে অংশ নিতে চায়।' 

আইপিএল খেলতে মানা নেই রস টেইলরের। ক্রিকেটের ব্যস্ত শিডিউলে আইপিএলের জন্য সময় পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে, আন্তর্জাতিক ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলের জন্য কোন সিরিজ বাতিল হলে সেটি ক্রিকেটের জন্য কলংকময় বলে মনে করেন তিনি। 
রস টেইলর বলেন, 'যে কোন  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট গুরুত্বপূর্ণ। আইপিএল যদি সূচির মাঝে হয় বা আইপিএলের কারণে আন্তর্জাতিক সূচি পরিবর্তন করা হয় সেটা মানা যায়। তবে আইপিএলের কারণে কোন আন্তর্জাতিক সিরিজ স্থগিত করা হলেও সেটি খুবই দুঃখজনক।' 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরকে চান ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরকে চান ওয়াসিম আকরাম

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

অবশেষে প্রাইজমানির অর্থ পাচ্ছেন ভারতের মেয়েরা

অবশেষে প্রাইজমানির অর্থ পাচ্ছেন ভারতের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা