অবশেষে প্রাইজমানির অর্থ পাচ্ছেন ভারতের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ এএম, ২৫ মে ২০২১
অবশেষে প্রাইজমানির অর্থ পাচ্ছেন ভারতের মেয়েরা

অবশেষে বিশ্বকাপে রানার্স আপ হওয়ার প্রাইজমানি বুঝে পাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল। ২০২০ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় পাঁচ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানি পেয়েছে ভারতীয় নারী দল। প্রায় দেড় বছর পর প্রাইজমানির সে অর্থ বুঝে পাচ্ছেন ভারতীয় নারী ক্রিকেটাররা।

যুক্তরাজ্যের ‘টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার এক মুখপাত্র জানান, ‘ভারতীয় নারী ক্রিকেটাররা এখনও বিশ্বকাপ রানার্স আপের অর্থ বুঝে পায়নি। অথচ বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো গত বছরের ফেব্রুয়ারী-মার্চে।‘

এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি সপ্তাহেই প্রাইজমানির অর্থ বুঝে পাবে নারী ক্রিকেটাররা। ২০২০ সালে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হারমানপ্রীত কাউরের নেতৃত্বে ভারত রানার্স আপ হয়েছিলো।

নারী ক্রিকেটারদের অর্থ বুঝে না পাওয়ার ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘নারী দলের ক্রিকেটাররা খুব শীঘ্রই প্রাইজমানির অর্থ বুঝে পাবেন। ইতিমধ্যে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তাঁরা অর্থ পেয়ে যাবেন।‘

ক্রিকেটাররা এতো দেরিতে প্রাইজমানি পাচ্ছে কেন এ বিষয়ে তিনি জানিয়েছেন, বিসিসিআই প্রায় গত বছরের শেষের দিকে আইসিসির থেকে অর্থ বুঝে পেয়েছে। এছাড়া বিসিসিআই সব ধরনের ক্রিকেটারদের অর্থ প্রদানে প্রায় তিন থেকে চার মাস বিলম্ব করে। করোনার এ সময়ে বিসিসিআইয়ের প্রধান অফিস বন্ধ থাকায় অর্থ প্রদান করতে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।

বিসিসিআইয়ের এ কর্মকর্তা আরও জানিয়েছেন বোর্ড সবধরনের ক্রিকেটারদের ম্যাচ ফি দিতে দীর্ঘ সময় নেয়। শুধু নারী ক্রিকেটাররা না, সব ধরনের ক্রিকেটাররাই বেশ দীর্ঘ সময় পর ফি পেয়ে থাকেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

স্পন্সরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটারের আবেগী টুইট

স্পন্সরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটারের আবেগী টুইট

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরকে চান ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরকে চান ওয়াসিম আকরাম

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

স্থগিতই হলো এশিয়া কাপ

স্থগিতই হলো এশিয়া কাপ