বার্সেলোনা এবং ক্রিকেট দুইটিই যেন ভিন্ন শব্দ। সচারাচর, বার্সেলোনা শব্দটা শুনলেই মাথায় আসে লিওনেল মেসি, জাভি, পিকেদের নাম। ফুটবলের জনপ্রিয় ক্লাব বার্সেলোনার শহরে এই প্রথম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি ৩০ মিলিয়নের এক নতুন প্যাকেজে বার্সেলোনার অধিবাসীদের ক্রিকেট মাঠ সহ ৮২২টি প্রকল্প থেকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্ট এ, সবাইকে চমকে দিয়ে কাতালানরা ক্রিকেট স্টেডিয়াম তৈরির পক্ষেই সবচেয়ে বেশী ভোট প্রদান করেন।
আরও চমকপ্রদ ব্যাপার হলো, ক্রিকেট স্টেডিয়াম তৈরির পক্ষে ভোট দেয়া জনগণের অধিকাংশই মহিলা, অর্থাৎ মহিলাদের ভোটেই ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রাথমিক সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারত ও পাকিস্তানী বংশোদ্ভূত মহিলা ক্রিকেটাররা যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা ভালো মাঠ ও প্রশিক্ষণ পেলে একটি কাতালান নারী ক্রিকেট দল গঠন করতে আগ্রহী।
বার্সেলোনা ক্রিকেট ক্লাবের সভাপতি ড্যানিয়েল ম্যাকমুয়েল জানান, কাতালোনিয়ায় প্রায় ৭০০ ক্রিকেটার রয়েছে যারা সেখানকার ২০টি ক্রিকেট দলে খেলে থাকে। তাছাড়া আশেপাশের বিভিন্ন শহরেও ক্রিকেট দল গড়ে উঠছে বলে জানান তিনি।
পাকিস্তান এবং ভারতীয় বংশোদ্ভূত এই নারীর স্পেনে ছড়িয়ে দিতে চান ক্রিকেটকে। এশিয়ার দেশের হওয়ায় তারা ক্রিকেটের সকল নিয়ম কানুন বেশ ভালো ভাবে জানেন বলেই জানান।
নারী ক্রিকেটার হাফসা বাট বলেন, 'আমরা আদর্শ ক্রিকেট খেলতে চায়, যেখানে ১১ জন খেলবে ক্রিকেট বলে। আমরা ভারত এবং পাকিস্তানের, তাই ক্রিকেটের নিয়ম কানুন আমাদের ভালো করেই জানা আছে। স্পেনে আমরা এই ক্রিকেটকে ছড়িয়ে দিতে চায়।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]