ক্রিকেটে তার আবির্ভাব হয়েছিল ধ্রুবতারার মতো। তবে, নানা বিতর্কিত ইস্যুতে মোহাম্মদ আমির তার ক্রিকেটীয় ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। গত বছরের ডিসেম্বরে ক্রিকেট থেকেই নিয়ে নেন অবসর। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই পেসারকে দলে দেখতে চান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।
গত বছরে অবসরে চলে যাওয়া আমির সাফ জানিয়ে দেন, টিম ম্যানেজমেন্টে পরিবর্তন না আসলে তিনি জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন না। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলকে শক্তিশালী করতে আমিরের বিকল্প নেই বলে মনে করেন পাকিস্তানের হয়ে সর্বাধিক উইকেট শিকার করা পেসার ওয়াসিম আকরাম ।
আন্তর্জাতিক গণমাধ্যম ফার্স্টপোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, 'আমি বিস্মিত। আমির খুবই অভিজ্ঞ বোলার, এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা সে। আমি ব্যক্তিগতভাবে মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে খেলানো উচিত।'
ওয়াসিম আকরাম আরও মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে আমিরের অবসর নেয়াটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে সমালোচনা করার কিছু নেই বলে অভিমত তার।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'অন্য খেলোয়াড়েরাও টেস্ট থেকে অবসর নিয়েছে, তাদের নিয়ে কোন কথা হয়না, তাহলে আমিরকে নিয়ে এত কথা কেন? আমি মনে করি সে যদি বাকি দুই ফরমাটের জন্য খেলতে আগ্রহী হয় তাহলে তাকে অবশ্যই সুযোগ দেয়া উচিত।'
পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেন আমির। সেই করাচিরই প্রধান কোচের দায়িত্ব পালন করেন ওয়াসিম আকরাম। আকরাম মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন একজন বোলার দরকার যিনি অভিজ্ঞ এবং তরুণদের দিক নির্দেশনা দেয়ার মত সক্ষমতা রাখে।
আমিরের মাঝে এ সকল গুণ রয়েছে বলেও মনে করেন তিনি। ওয়াসিম আকরাম বলেন, ' বিশ্বকাপের মত বড় আসরে অভিজ্ঞ বোলার দলের জন্য খুবই জরুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি এমন খেলোয়াড় চাই যারা ভয়কে দূরে রেখে খেলবে, এবং দিনশেষে তারাই সফল হবে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]