রাসেল ডোমিঙ্গোর সাথে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের কোচ হিসেবে এ সিরিজের পরই মেয়াদ শেষ হওয়ার কথা আছে কোচ রাসেল ডোমিঙ্গোর। তবে, বিসিবি আবারও ভরসা রাখতে চাইছে কোচ ডোমিঙ্গো সহ পুরো কোচিং স্টাফের উপর।
রোববার (২৩ মে) মিরপুরে প্রথম ওয়ানডে চলাকালীন সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোচ ডোমিঙ্গোর সাথে চুক্তি বাড়ানোর আভাস দেন তিনি।
২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে রাসেল ডোমিঙ্গোকে নিয়োগ দিয়েছিলো বিসিবি। ডোমিঙ্গোর অধীনে টাইগারদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে বাতিল করেছে আইসিসি। এ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার আগ মুহূর্ত্বে নতুন কোচকে দায়িত্ব দিতে চাচ্ছে না বিসিবি। এ কারণেই চুক্তি বাড়ছে হেড কোচ ডোমিঙ্গো এবং ব্যাটিং কোচ জন লুইসের।
হেড কোচ ডোমিঙ্গোর বিষয়ে পাপন বলেন, 'এখানে দুই-তিনটা ইস্যু আছে। যদি চুক্তি নবায়ন না করি তাহলে আমাদের বিকল্প থাকতে হবে। বাস্তবতা হলো করোনাকাল এবং বিশ্বকাপের আগ পর্যন্ত এ নিয়ে কোনো চিন্তা আমাদের মধ্যে নাই।'
ব্যাটিং কোচ জন লুইসের সাথে বিসিবির চুক্তিও প্রায় শেষ দিকে। ব্যাটিং কোচের সাথে চুক্তি নবায়ন করা হবে কিনা সে বিষয়ে বিসিবি সভাপতি বলেন 'এখন পর্যন্ত আমরা সবাই জানার চেষ্টা করতেছি কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে আজকে হারা জিতা নিয়া বড় কথা না, আপনি যদি আজকে আমাদের ব্যাটিংটা দেখেন, ওরা কয়টা বল ভালো বল করে ওরা বা ব্রিলিয়েন্ট ফিল্ডিং করে আমাদের আউট করেছে? শট সিলেকশনগুলো কি ঠিক ছিল? আপনি যত ভালোই কোচই আনেন না কেন, কোনো লাভ নেই তো।'
ব্যাটিং কোচের বিষয়ে আরও বলেন, 'আমি বলতে চাচ্ছি এখানে কোচের কথাটা পরে, আগে আমাদের প্লেয়ার নিয়ে বসতে হবে। আমাদের জানতে হবে যে ওদের চিন্তাধারাটা কি। এখানে কয়েকটা শট খুব বিশ্রী ছিলো। কোনো কারণই ছিলো না ওই শটগুলো করার।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোনো কোচ পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। রাসেল ডোমিঙ্গোর কোচিংয়েই বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]