প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এবারও মাঠে গড়াচ্ছে না এশিয়া কাপ। চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আসরটি স্থগিত করা সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। রবিবার (২৩ মে) এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত করে।
টুর্নামেন্টেটি গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা পিছিয়ে যায় এবং পাকিস্তানের পরিবর্তে চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। করোনার কারণে এখন সেটিও বাতিল হলো।
এদিকে স্থগিত হওয়া এই টুর্নামেন্ট ২০২৩ এর আগে আর আয়োজন করার কোন সম্ভাবনা দেখছে ন এসিসি। কারণ ইতিমধ্যেই অধিকাংশ ক্রিকেট বোর্ড আগামী ২ বছরের তাদের ম্যাচ শিডিউল চূড়ান্ত করে রেখেছে। ফলে ২০২৩ বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে এশিয়া কাপের এই আসরটি।
উল্লেখ্য যে, ২০১৮ সালে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]