বাংলাদেশে থেকে ফিরেই বোর্ডের সাথে বসবেন লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৪ মে ২০২১
বাংলাদেশে থেকে ফিরেই বোর্ডের সাথে বসবেন লঙ্কান ক্রিকেটাররা

ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি সংক্রান্ত সমস্যা চলছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। এ সমস্যা অতিদ্রুতই কেটে যাবে বলে আশাবাদী শ্রীলঙ্কা ওয়ানডে দলের অধিনায়ক কুশল পেরেরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বোর্ডের সাথে আলোচনায় বসবে বল জানিয়েছেন তিনি।

বর্তমানে আইসিসি সুপার লিগের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আছে শ্রীলঙ্কা। চলতি এ সিরিজের পর বোর্ডের সাথে আলোচনায় বসবে লঙ্কান ক্রিকেটাররা। এ বিষয়ে পেরেরা বলেন, ‘ চুক্তি আমরা চিন্তায় আছি। এটা বলতে পারবো না যে আমাদের অসুবিধা হচ্ছে। এটা বললে মিথ্যা বলা হবে। তবে, আমরা আশা করি বোর্ডের সাথে কথা বলার পর সমস্যা সমাধান হবে।‘

শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে যে চুক্তি ক্রিকেটারদের দেওয়া হয়েছে তা মানতে পারছেন না কোনো ক্রিকেটার। গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ অর্থ কমিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এ বিষয়ে লঙ্কান বোর্ড বলছে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে এ চুক্তি করা হয়েছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের আগে এ সমস্যার সমাধান না হলে সিরিজ বয়কট করে পারে লঙ্কান ক্রিকেটাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে বোর্ডের সাথে আলোচনায় বসতে চান অধিনায়ক কুশল পেরেরা। তার মতে এ সময়ে চুক্তির বিষয় মাথায় রাখলে ম্যাচ সিরিজ জয় সম্ভব নয়। এ বিষয়ে পেরেরা বলেন, ‘আমরা এ সিরিজটা জিততে চাই। সিরিজ শেষে দেশে ফিরে বোর্ডের সাথে কথা বলবো। সবাইকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলেছি। ভয় নিয়ে খেললে কখনো আমরা সেরা ক্রিকেট খেলতে পারবো না।‘

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

ব্যর্থতার বৃত্তেই লিটন

ব্যর্থতার বৃত্তেই লিটন

ভয়ডরহীন ক্রিকেট আস্থা কুশল পেরেরার

ভয়ডরহীন ক্রিকেট আস্থা কুশল পেরেরার

বড় অঙ্কের  ক্ষতিপূরণ পাচ্ছেন পেরেরা

বড় অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছেন পেরেরা