বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান জাতীয় দলের টিম লিড খালেদ মাহমুদ সুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা টেস্টের নমুনা প্রদানের পর প্রাপ্ত ফলে 'পজিটিভ' আসে সুজনের।
সর্বশেষ শ্রীলঙ্কা সফর থেকেই টাইগারদের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবারও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করলেও দলের সাথে যোগ দেননি তিনি।
বেশ কিছুদিন ধরে ঠান্ডাজনিত সমস্যা থাকায় নিজ থেকেই তিনি দলের সাথে যোগ দেননি। শুক্রবার করোনা টেস্ট করালে রাতে পাওয়া ফলে পজিটিভ আসে সাবেক এই ক্রিকেটারের।
করোনা আক্রান্ত হলেও আপাতত শারীরিক তেমন কোন বড় সমস্যা না থাকায় বাসাতেই আইসোলেশনে আছেন সুজন। দলের সাথে না মেশায় জৈব সুরক্ষা বলয় নিয়েও উদ্বিগ্ন হওয়া লাগছে না বিসিবির।
রবিবার (২৩ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]