শ্রীলঙ্কা ক্রিকেটে আবারও অনিশ্চয়তা। নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন কমানোয় চুক্তিতে স্বাক্ষর করেননি দলটির সিনিয়র ক্রিকেটাররা। এমনকি, অর্থ বাড়ানো না হলে ভারতের সাথে না খেলারও হুঁশিয়ারি দেন খেলোয়াড়েরা।
সূত্রে জানা গেছে, নতুন চুক্তিতে প্রায় ৪০ শতাংশ বেতন কমানো হয়েছে ক্রিকেটারদের। আর এতেই তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
আর্থিক বিষয়ের এই জটিলতা দ্রুত সমাধান না করলে বিপদে পড়তে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সামনেই তাদের ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে। তার আগে এই সমস্যা সমাধান না করা গেলে ক্রিকেটাররা মাঠে নামবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়।
ক্রিকেটারদের আইনজীবিদের মতে, অন্য দেশের ক্রিকেটারদের থেকে প্রায় ১ তৃতীয়াংশ কম অর্থ দেওয়া হয় শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট বোর্ড এর চুক্তিতে থাকা সি গ্রেডের জন্য ক্রিকেটার যেখানে প্রতি বছরে ১ কোটি টাকা বেতন পান, সেখানের শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক বেতন পাওয়া ধনঞ্জয় ডি সিলভার বার্ষিক আয় ৭৩ লাখ টাকা।
ক্রিকেটারদের আর্থিক এই ব্যাপারে বোর্ড জানায়, তাদের পারফরম্যান্সের ভিত্তিতেই এই অর্থ নির্ধারণ করা হয়েছে। বোর্ডের উপদেষ্টা কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা বলেন, 'ক্রিকেটারদের যা পারফর্মান্স, তার ভিত্তিতে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]