পায়ের ইনজুরি কাটিয়ে মাত্রই মাঠে ফিরেছিলেন জোফরা আর্চার। মাঠের ফেরার পরপরই আবারও ইনজুরি আক্রান্ত হলেন তিনি। এবার কনুইয়ের ইনজুরিতে পড়েছেন আর্চার। যেতে হবে শল্যবিদের ছুরির নিচে।
দীর্ঘদিন ধরের কনুইয়ের ইনজুরিতে ভুগছিলেন আর্চার। এর কারণে ইনজেকশনও নিতেন। তবে এবার আর রক্ষা হচ্ছে না, শল্যবিদের ছুরির নিচে যেতেই হবে। কিছুদিন আগেই পায়ের ইনজুরির কারণে অস্ত্রপচার করতে হয়েছে। পায়ের ইনজুরি থেকে ফিরে কেন্টের বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ ওভার বোলিং করে কনুইয়ের ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন আর্চার।
বৃহস্পতিবার (২০ মে) ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিতে জানানো হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুক্রবার (২১ মে) ডান কনুইতে অস্ত্রপচার করা হবে। এ অস্ত্রপচারের পর অ্যাশেজ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফিরতে পারবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়।
ইংলিশ পেসার এর আগেও কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২০ সালের শুরুর দিকে কনুইয়ের ইনজুরির কারণে ক্যাচ মিস করেছিলেন আর্চার। এছাড়াও এ বছরে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টেও কনুইয়ের ইনজুরির কারণে বাদ পড়েছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]