বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবারও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন শাম্মি সিলভা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন তিনি।
বৃহস্পতিবার (২০ মে) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের সভাপতি হিসেবে শাম্মি সিলভার নাম ঘোষণা করে। তিনি ২০২১-২০২৩ সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়াও আগের কমিটির বেশিরভাগ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শাম্মি সিলভা জানান, ‘আমাকে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ। এ বিজয় প্রমাণ করে আমার প্রশাসন ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে।‘
শাম্মি সিলভা ২০১৯ সালে প্রথমবারের মত শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
নির্বাচনে দূর্নীতির অভিযোগ এনে নাম প্রত্যাহার করে নিয়েছেন বান্দুলা ওর্নাপুরা, নিশান্তা রানাতুঙ্গা এবং কে মাথিভানানকে নিয়ে গড়া বিরোধী প্যানেল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]