দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তুলেছেন সাবেক প্রোটিয়া পেসার লোনওয়াবো সোতসোবে। তার অভিযোগ যোগ্যতা থাকা সত্ত্বেও দলে সুযোগ পাননি উইকেটরক্ষক থামি সোলেকিলে।
এ অভিযোগটা বেশ পুরোনো। বর্ণবাদের ইস্যু যখন তুঙ্গে তখনই স্মিথের বিরুদ্ধে এ নিয়ে গুরুতর অভিযোগ আনেন থামি সোলেকিলে। কিন্তু তখন থামির এ অভিযোগ বেশ ভালভাবেই সামাল দেন গ্রায়েম স্মিথ। পরে আবারও এ একই বিষয়ে অভিযোগ করেন থামি সোলেকিলে।
তবে এবার থামি সোলেকিলে নয়, গ্রায়েম স্মিথের বিপক্ষে অভিযোগ এনেছেন সাবেক প্রোটিয়া বাঁহাতি পেসার লোনওয়াবো সোতসোবে। তিনি অভিযোগ করেছেন ২০১২ সালে চোখের ইনজুরির কারণ ইংল্যান্ড সিরিজ থেকে মার্ক বাউচার ছিটকে গেলে নিয়মানুযায়ী খেলার কথা ছিল সোলেকিলের। তবে অধিনায়ক স্মিথ সোলেকিলেকে দলে নেওয়ার বিপক্ষে ছিলেন। তাই দক্ষিণ আফ্রিকা দলে উইকেটরক্ষকের ভূমিকায় আসেন এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার এক দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সোতসোবে বলেন, 'সোলেকিলে বাউচারের বদলি হিসেবে দলে আসার কথা ছিল। কিন্তু সে সময়ে ডি ভিলিয়ার্সকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তবে ডি ভিলিয়ার্স সে জায়গার জন্য যোগ্য ছিলেন না।'
তিনি আরও বলেন,'ডি ভিলিয়ার্সকে দায়িত্ব দেওয়ার মূল উদ্দেশ্য ছিল সোলেকিলেকে দলে ঢুকতে না দেওয়া। সোলেকিলেকে দলে নিলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ারও হুমকি দেন স্মিথ।'
এ বিষয়ে স্মিথের সাথে যোগাযোগ করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে দাবি করে পত্রিকাটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]