তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ এএম, ২১ মে ২০২১
তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বিসিবি লাল দল। বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃহস্পতিবার (২০ মে) সবুজ দলের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে তামিম-মুশফিকের লাল দল। 

সবুজ দলের দেয়া ২৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় বিসিবি লাল দল। দলের ব্যাটসম্যানদের কল্যাণে ৪ উইকেট হারিয়ে ৪১ ওভারেই ২৮৮ রান তুলে নেয় তারা। 

আরও পড়ুনঃ বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বিসিবি লাল দলের পক্ষে তামিম ইকবাল ৫৮ বলে ৮০ রান করেন। এছাড়া  মুশফিকের ব্যাট থেকে আসে ৬৪ রানের ইনিংস।  চূড়ান্ত দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস করেন ৩৩ রান। 

বিসিবি সবুজ দলের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ২টি, সাকিব আল হাসান ১টি ও আমিনুল ইসলাম বিপ্লব ১টি উইকেট শিকার করেন। 

এর আগে টস জিতে  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল। ব্যাট হাতে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফের ব্যাটে ছিল পঞ্চাশোর্ধ রান।   

বিসিবি লাল দলের পক্ষে মেহেদি হাসান দুইটি ও শরিফুল ইসলাম ১টি উইকেট লাভ করেন। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

নতুন এক অভিষেকের অপেক্ষায় দ্রাবিড় 

নতুন এক অভিষেকের অপেক্ষায় দ্রাবিড় 

ইতিহাস গড়ছে ভারতীয় নারী ক্রিকেটাররা 

ইতিহাস গড়ছে ভারতীয় নারী ক্রিকেটাররা 

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে থাকবে দর্শক

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে থাকবে দর্শক