রাহুল দ্রাবিড়, ভারতের 'দ্যা ওয়াল' খ্যাত এই ব্যাটসম্যানকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। খেলোয়াড়ি জীবনে সফল এই ক্রিকেটার কোচ হিসেবেও ছিলেন সফল। কোচিং অভিজ্ঞতায় রয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা।
শুধু যে ভারতের বয়সভিত্তিক দলেরই হেড কোচ ছিলেন তিনি তা নয়, একই সাথে তার রয়েছে দীর্ঘদিন আইপিএলের কোচিং করানোর অভিজ্ঞতাও।
তবে, প্রথমবারের মত এবার ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার সাথে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হবে দ্রাবিড়কে।
জুলাইয়ের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত শ্রীলংকার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আবার একই সময়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে ব্যস্ত থাকবে বিরাট কোহলির দল। দলের সঙ্গে সেখানে থাকবেন হেড কোচ রবি শাস্ত্রী।
আর তাই শ্রীলঙ্কা সিরিজে থাকা খেলোয়াড়দের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কেই দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে।
চলতি বছরের ১৩, ১৬ ও ১৯ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২২, ২৪ ও ২৭ জুলাই।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]