নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে টসে হেরে বাংলাদেশ। অন্যদিকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মার ভারত। ফলে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ইহা অবশ্যই ভালো ভাগ্য, আমরা প্রথমে ফিল্ডিং করে টার্গেট নিয়েই খেলতে চাই।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ফাইনাল ম্যাচের টস নিয়ে একটা চাপ ছিল। তবে আশা করি প্রথমে ব্যাটিং করেও আমরা ভালো করব।
গত ম্যাচের আবেগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, হ্যাঁ, আগের আবেগ নিয়ন্ত্রণে রয়েছে।
গত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে এ টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। চলমান টুর্নামেন্টে ভারতে বিপক্ষে আরও দুইবার মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অন্যদিকে তিন জয় নিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল ভারত।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে খেলা দলের উপরই আস্থা রেখেছে নির্বাচকরা। গত ম্যাচের দল নিয়েই ফাইনালে খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে পরিবর্তন আনা না হলেও ভারত দলে একটি পরিবর্তন করা হয়েছে। দলে ফিরেছেন পেসার জয়দেব উনাদকাট। তার পরিবর্তে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
ভারত দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।