বৃষ্টি বাধার কারণে শ্রীলঙ্কা সিরিজের আগে প্রথমদিনের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবে স্বস্তির খবর হলো কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। ১৪ দিনের কোয়ারেন্টাইনের কারণে তাদের দলে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার (২০ মে)। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ ছাড়ের কারণে নির্ধারিত সময়ের আগেই কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছেন তারা। কোয়ারেন্টাইন শেষ করেই দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন।
ঈদের আগে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না অধিকাংশ ক্রিকেটার। তবে মঙ্গলবার (১৮ মে) থেকে অনুশীলনে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার। স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের মাঠে একসাথে অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়ে উঠেনি।
অনুশীলন শুরুর আগ মুহূর্তে মুশুলধারে শুরু হয় বৃষ্টি। ফলে বাংলাদেশ ক্রিকেট দল আর অনুশীলন করতে পারেনি। তবে, বৃষ্টির মাঝে ফুটবল খেলে শরীরের আড়মড়া ভেঙেছেন টাইগার ক্রিকেটাররা। এরপর বৃষ্টি থামলেও আর মাঠে নামেনি বাংলাদেশ দল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল। তবে বৃষ্টিতে তা পন্ড হয়ে যায়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাঠ থেকে হোটেলে চলে যান ক্রিকেটাররা।
বুধবার (১৯ মে) সকাল সাড়ে দশটা থেকে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে, তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করে শ্রীলঙ্কা ক্রিকেট দলেরও মাঠে ফেরার কথা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]