শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৯ মে ২০২১
শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল

ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ ওয়ান সিরিজ দেখাবে বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচই বাংলাদেশের দুটি টিভি চ্যানেল। চ্যানেল দুটি হলো গাজী টিভি এবং টি-স্পোর্টস। মঙ্গলবার (১৮ মে) সংবাদ সন্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিভি স্বত্ব কিনেছে বাংলাদেশি মার্কেটিং এজেন্সি ব্যানটেক। আইসিসির এফটিপি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া সকল ম্যাচের জন্য টিভি স্বত্ব কিনেছে তারা। এর জন্য তাদের খরচ পড়েছে ১৬১.৫ কোটি টাকা।

সম্প্রচার স্বত্ত্ব বিক্রির জন্য বিসিবি সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছিল ১৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মূদ্রায় ১৬০ কোটি টাকা)। এবারের নিলামে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছিল ব্যানটেক। তারা নিলামে দাম দিয়েছিল ১৯.০৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রা ১৬১.৭৩ কোটি টাকা)।

সংবাদ সন্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ব্যানটেক এবারের নিলামে অংশ নিয়েছে। তারা (ব্যানটেক) আগামী দুই বছরের জন্য ঘরের মাঠে বাংলাদেশের সকল ম্যাচ সম্প্রচার করবে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সম্প্রচার স্বত্ব কিনেছিল ব্যানটেক। পরে তারা সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করেছিল নাগরিক টিভি এবং টি-স্পোর্টসে কাছে। এবার তারা সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করে দিয়েছে গাজী টিভি এবং টি স্পোর্টসের কাছে। তাই এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসের পর্দায়।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়-সূচি

প্রথম ওয়ানডে ২৩ মে

দ্বিতীয় ওয়ানডে ২৫ মে

তৃতীয় ওয়ানডে ২৮ মে

*সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর একটায়  

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দু’দিন আগেই ‘মুক্ত’ সাকিব-মোস্তাফিজ

দু’দিন আগেই ‘মুক্ত’ সাকিব-মোস্তাফিজ

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দুই দেশি কোচ

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দুই দেশি কোচ

১৬২ কোটি টাকায় ব্যানটেকের হাতে বিসিবির সম্প্রচার স্বত্ব

১৬২ কোটি টাকায় ব্যানটেকের হাতে বিসিবির সম্প্রচার স্বত্ব

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না রুবেল-হাসান মাহমুদ

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না রুবেল-হাসান মাহমুদ