করোনার কারণে সঠিকভাবে আয়োজন সম্ভব হয়নি আইপিএলের ১৪তম আসর। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মাঝপথে বন্ধ করে দিতে হয় আইপিএল। তবে, আইপিএলের ১৫তম আসরে নতুনত্বের পক্ষে ক্রিকেট ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, আইপিল গভর্নিং বডির উচিত ২০২২ সালের আসরে একাদশে ৫ জন বিদেশি খেলানোর অনুমতি দেয়া। তবে, সঞ্জয় ৫ বিদেশি খেলানোর পক্ষে তখনই যদি আইপিএলে দল বেড়ে দশটি হয়।
সঞ্জয় মনে করেন, আইপিএলের দল সংখ্যা ১০ হলে তখন একজন করে বিদেশি খেলোয়াড় বাড়ালেও ভারতীয় খেলোয়াড়েরা পর্যাপ্ত সুযোগ পাবে।
এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, 'আইপিএলের দল সংখ্যা যদি বেড়ে ১০টি হয়, তাহলে প্রতি দলের একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার নেয়া যায়।' নিজের এই মতের উপর যুক্তিও দেখান সঞ্জয়।
সঞ্জয় বলেন, 'দলে এমনিতেই অনেক ভারতীয় খেলোয়াড় সুযোগ পাচ্ছে। শুধু মাত্র চারজন বিদেশি খেলানোর নিয়ম থাকায় অনেক তারকা খেলোয়াড়কে বেঞ্চে বসে থাকতে হচ্ছে, যা লজ্জার। আমি মনে করি, ৫ জন বিদেশি ক্রিকেটার খেলালেও ভারতীয়রা পর্যাপ্ত সুযোগই পাবে।'
সঞ্জয় মাঞ্জরেকার আরও মনে করেন, আইপিএল মানেই এই না যে প্রচুর ভারতীয় খেলোয়াড় বের করতে হবে। তাছাড়া ৫জন বিদেশি একাদশে খেলালেও ৬০% ভারতীয় একাদশে থাকছে, যা যথেষ্ট।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]