দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিলেন জোফরা আর্চার। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও ডান কনুইয়ের পুরনো ব্যথা আবার জেগে উঠায় আবারও মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। ফলে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এই ফাস্ট বোলারকে পাচ্ছে না ইংল্যান্ড।
ইনজুরি প্রবণ আর্চারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে ইংলিশ পেসার স্টুয়াট ব্রড। আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে আর্চারের ব্যাপারে কথা বলেন তিনি।
ব্রড বলেন, 'কনুইয়ের ব্যাথা নিয়ে সে (আর্চার) দীর্ঘদিন ধরেই ভুগছে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, সে ক্রিকেটে ফিরতে চায় কিন্তু তার কনুই তাকে মাঠে ফিরতে দিচ্ছেনা।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এ্যাশেজ সিরিজের আগে এমন ইনজুরিতে হতাশ আর্চার, এমনটাই জানালেন ব্রড। ব্রড বলেন, 'সে খুবই হতাশ। তবে সে হাল ছাড়ে নাই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এ্যাশেজ সিরিজের আগেই নিজেকে প্রস্তুত করতে বদ্ধপরিকর সে।'
ইংল্যান্ড দলের মেডিকেল বোর্ড সার্বক্ষণিক আর্চারের খোঁজ রাখছে বলে জানান ব্রড। আর্চারকে দ্রুত মাঠে ফেরাতে যা যা করণীয় তার সবই করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এমনটাই আশা ব্রডের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]