ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারত থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দুইদিন আগেই প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছেন তারা।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ঈদ পরবর্তী মঙ্গলবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিক অনুশীলন। সেখানে সাকিব-মোস্তাফিজকে পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে সাড়া না মিললেও মন গলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আজ (মঙ্গলবার) থেকেই অনুশীলনে ফিরতে পারবেন তারা।
বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা মৌখিক অনুমোদন পেয়েছি।অনুমতি অনুযায়ী সাকিব-মোস্তাফিজ আজ (মঙ্গলবার) থেকেই অনুশীলন শুরু করতে পারবে।
করোনার কারণে আইপিএল স্থগিত হলে ৬ মে বিশেষ বিমানে বাংলাদেশে ফিরে আসেন সাকিব-মোস্তাফিজ। এর দু’জনকেই হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। গুলশানের একটি হোটেলে সাকিব আল হাসান এবং হোটেল সোনারগাঁওয়ে স্ত্রীসহ মোস্তাফিজ কোয়ারেন্টাইন পালন শুরু করেন।
সরকারের নিয়ম অনুযায়ী, ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ১৯ মে শেষ হওয়ার কথা ছিল। তবে জাতীয় স্বার্থে দুইদিন আগেই তাদের মাঠে ফেরার অনুমতি দেওয়া হলো। তবে কোয়অরেন্টাইন অবস্থায় তাদেরকে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল দেখিয়ে পাস করতে হয়েছে।
এদিকে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে মুক্ত হলেও বাসায় ফিরতে পারছেন না সাকিব-মোস্তাফিজ। মাঠের অনুশীলন শেষেই দলের সাথে হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা বলয়ে তাদের থাকতে হবে। পুরো দল সেখানে থেকেই সিরিজ খেলবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]