ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন জোফরা আর্চার। ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে মাঠে ফিরলেও খুব বেশি সময় টিকতে পারলেন না তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করার পরই কনুইয়ে আবারো ব্যাথা অনুভব করার কথা জানান তিনি সাসেক্সের প্রধান কোচকে।
ম্যাচ শেষ হওয়ার পরই গুঞ্জন শোনা যায় যে, আবারও মাথাচাড়া দিয়ে ওঠেছে ডান হাতের পুরোনো কনুইয়ের ব্যথা। ডান হাতের কনুইয়ের পুরনো ব্যথায় ঘরের মাঠে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর সঙ্গে তাঁরা জানায় যে, এদিকে আবারও অস্ত্রপচার করার প্রয়োজন হতে পারে তাঁর। চলতি বছরের জানুয়ারি থেকেই কনুইয়ের চোটে ভুগছেন। এর মাঝে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। যদিও সেটা কয়েকটি ব্যথানাশক ইনজেকশন নিয়ে।
ডান হাতের কনুইয়ে চোট পাওয়ার পরই, ভারত সফরের মাঝপথে তাঁকে ইংল্যান্ডে ফিরে আসতে হয়েছিল। যে কারণে ভারতের বিপক্ষে একদিনের সিরিজ তিনি খেলতে পারেননি। এমন কী খেলা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে। দেশে ফেরার পর ডান হাতের কনুইয়ে তাঁর অস্ত্রোপচারও হয়। মার্চ মাসে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তিনি সেরে উঠেছিলেন।
স্পোর্টসমেইল২৪/আরকে
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]