তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার (১৬ মে) বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ধাপে করোনা টেস্টে কোনো ক্রিকেটারের শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
ওয়ানডে সিরিজের আগে টিম হোটেলে প্রবেশের আগে সোমবার (১৭ মে) বাংলাদেশ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়েছে। এ পরীক্ষার ফলাফল নেগেটিভ হলেই টিম মঙ্গলবার (১৮ মে) টিম হোটেলে উঠতে পারবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
সোমবার (১৭ মে) গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি আরও জানান, মঙ্গলবার (১৮ মে) শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা করানো হবে।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল (১৬ মে) বাংলাদেশ দল এবং সিরিজ খেলতে আসা শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়েছে। সবাই পরীক্ষায় নেগেটিভ এসেছেন। বাংলাদেশ দলের ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা আজকে হয়েছে। দুইবার করোনা টেস্টে যারা নেগেটিভ আসবেন তারাই কেবল মাত্র টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারবেন। শ্রীলঙ্কা দলেরর দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা আগামীকাল হবে।‘
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির ভাষ্যমতে দুই দলই শনিবার (২২ মে) প্রথম ওয়ানডের আগের দিন তৃতীয় ধাপের করোনা পরীক্ষা করানো হবে।
এরপর শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে আর কোনো করোনা পরীক্ষা দিতে হবে না বাংলাদেশ দলকে। তবে দেশে ফেরার জন্য চতুর্থ ধাপের করোনা পরীক্ষা করাতে হবে শ্রীলঙ্কান ক্রিকেটারদের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]