বাংলাদেশ সফরের আগেই ভ্যাকসিন চান অজিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৮ মে ২০২১
বাংলাদেশ সফরের আগেই ভ্যাকসিন চান অজিরা

বাংলাদেশ সফরের আগেই ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে বাংলাদেশে আসার আগেই দলের সিনিয়র ক্রিকেটাররা ভ্যাকসিন পাচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে।

সোমবার (১৭ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এ সিরিজের পরই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সিরিজের পর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য দ্য হ্যান্ড্রেড লিগে খেলবে অস্ট্রেলিয়ার সাতজন ক্রিকেটার।

বাংলাদেশ থেকে ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টাইন করা বাধ্যতামূলক। করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিলে ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের বিষয়টা কিছুটা শিথিল হয়েছে। এ কারণেই বাংলাদেশ সফরের আগেই ভ্যাকসিন নিতে ইচ্ছুক অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দল বিষয়ক কর্মকর্তা বেন গুলিভার বলেছেন, ‘আমরা ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সরকারের সাথে কথা বলছি। তবে ক্রিকেটারদেরর জন্য অতিরিক্ত কোনো সুবিধা নিতে চাচ্ছি না।‘

বাংলাদেশ সফর নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এখনও আলোচনা চলছে। যদি এ সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে ২০১১ সালের পর সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশ সফর।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য দ্য হ্যান্ড্রেড টুর্নামেন্ট খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্কোস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, ডি আর্কি শট এবং ঝাই রিচার্ডসন। এদের সবারই বাংলাদেশ সফরের দলে থাকার কথা আছে। বাংলাদেশ সফর শেষেই দ্য হ্যান্ড্রেড খেলতে যাওয়ার কথা তাদের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ

আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ

ভারতের স্পিন সামলাতে প্রস্তুত হচ্ছে  নিউজিল্যান্ড

ভারতের স্পিন সামলাতে প্রস্তুত হচ্ছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের আগে তিন দলকে দেশে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের আগে তিন দলকে দেশে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ