গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট দলকে আথিয়েতা দিবে ওয়েস্ট ইন্ডিজ। ১০ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত তিন দলের সাথে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে দু’টি করে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া অস্ট্রেলিয়া সাথে তিনটি ওয়ানডে খেলবে। তবে তিন দলের বিপক্ষেই পাঁচটি করে টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সূচিতে টি-টুয়েন্টি ম্যাচ বেশি রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
গ্রীষ্মে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর করবে দক্ষিণ আফ্রিকা। ১০ জুন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দু’দল। ২৬ জুন থেকে টি-টুয়েন্টি লড়াই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা, যা শেষ হবে ৩ জুলাই।
দ্বিতীয় দল হিসেবে ৯ জুলাই থেকে অস্ট্রেলিয়ার সাথে টি-টুয়েন্টি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এটি শেষ হবে ২৪ জুলাই।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে ২৭ জুলাই থেকে টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আর ১২ আগস্ট থেকে টেস্ট সিরিজে লড়বে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ আগস্ট।
চলতি বছরের অক্টোবরে ভারতের মাঠে শুরু হওয়ার সূচি রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনার কারণে ভারতের মাঠে বিশ্বকাপ নিয়ে এখনো শঙ্কা রয়েছে। অবশ্য, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনও রেখেছে আইসিসি। ভারতে সম্ভব না হলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আবর আমিরাতে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]