আইসিসির ট্যুর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী তিনটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলতে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সফরে টেস্ট ম্যাচ কম খেলবে পাকিস্তান। দুই বোর্ডে সম্মতিতে সিরিজে একটি টেস্ট কমিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়ানো হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন একটি টেস্ট ম্যাচ এবং পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
এ বিষয়ে ওয়াসিম খান বলেন, ‘সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে একটি টেস্ট কমিয়ে টি-টোয়েন্টি ম্যাচ বাড়ানো হয়েছে। এতে দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবে।’
এদিকে, ক্যারিবিয় সফরের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি উড়াল দিবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বার্বাডোজে এবং পরের তিনটি হবে গায়ানায়। আর টেস্ট ম্যাচটির জন্য ভেন্যু নির্ধারত রয়েছে জ্যামাইকা। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য একটি অনুশীলন ম্যাচও খেলবে পাকিস্তান।
সর্বশেষ ২০১৭ সালে ক্যারিবিয় সফরে গিয়েছিল পাকিস্তান। সেবার টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলেছিল পাকিস্তান। সে সিরিজে খেলা মিসবাহ উল হক এবং ইউনুস খান এবার কোচের ভূমিকায় থাকবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]