২০২১-২২ মৌসুমের জন্য প্রথমবারের মত নিউজিল্যান্ডের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত হলেন গ্লেন ফিলিপস এবং ডেরিল মিচেল। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)।
তালিকায় থাকা ২০ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি করবেন কিনা তা নিশ্চিত করার জন্য ক্রিকেটারদের ২২ মে (শনিবার) পর্যন্ত সময় বেধে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এরপরেই নিশ্চিত হবে কারা কারা থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এজাজ প্যাটেল তার পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন আর বিজে ওয়াটলিং ক্রিকেটকে ক্যারিয়ারকে বিদায় জানানোই তাকে বিবেচনায় রাখেনি এনজেডসি।
প্রথমবারের মত তালিকায় আসা গ্লেন ফিলিপস এবং ডেরিল মিচেল জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন। ডেরিল মিচেল টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন
টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]